বাড়িওয়ালার
শর্তাবলী..😂😂
# কোনো বন্ধু রুমে নিয়ে আসা যাবেনা।
# কোনো অতিথিও না।
# কোনো মেয়ে বন্ধুও না।
# কোনো ছেলে বন্ধুও না।
# নিজের আপন ভাইও আসতে পারবেনা।
# নিজের আব্বু-আম্মুও যদি দেখা করতে আসে, তাহলে বাড়িওয়ালার বাসায় থাকতে হবে। 😠😠
# ৬ জন লোক ঘর ভাড়া হবেনা।
# ৫ জনের বেশি ফ্লাটে থাকা যাবেনা।
# কেউ যদি এমার্জেন্সী দেখা করতে চায়, বাসার নিচে দেখা করে চলে যেতে হবে।
# কোনো অতিথি ইমার্জেন্সি যদিও আসে, তাহলে মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে। তারপর সে নিচে গিয়ে যাচাই বাচাই করে দেখবে। যদি মনে হয়, লোক সুবিধার নয়, তাহলে গেটের বাহিরে থেকেই (গো)..😂😂
# যদিও কোনোদিন ছেলে বন্ধু অনুমতি পেতে পারে সুবিধার মনে হলে। কিন্তু মেয়ে বন্ধুও না, মেয়ে বন্ধুর বান্ধবীও না।😂😂
# রুমে গান বাজানো যাবে না।😫😫
# যদিও গান বাজাই তাহলে, খুব অল্প সাউন্ড। 😠😠
# ১১: ৩০ ফ্লাটের মেইন গেইট বন্ধ। তাও আবার গেইট ২টা। আর ২টায়ই তালা দেওয়া থাকবে।
# গেইট খুলবে সকাল ৬টা।
# ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে।
# রুমের সকলের জাতীয় পরিচয় পত্র, সাথে নিজের ছবিও জমা দিতে হবে।
# ঘরের কোনো কিছু ভেঙ্গে গেলে বা নষ্ট হলে জরিমানা দিতে হবে। 😑😑
# রুম ছাড়ার ২মাস আগে নোটিশ দিতে হবে।
# দরজায় টোকা দেওয়া যাবেনা। ✊✊
# দরজায় কলিংবেল লাগাতে হবে।
# সিরি দিয়ে আস্তে আস্তে নামতে হবে।
আরে ভাই, ব্যাচেলর লাইফে তো এটা পুরাই একটা প্যারা ভাড়া করলাম।
মেয়েদের হোস্টেলেও এত নিয়ম নাই।
তাদের হোস্টেলে ছেলেরা যেতে পারবেনা, তবে মেয়েরা যেতে পারে।
আর আমরা ছেলেদের রুমে ছেলেরাও আসতে পারবেনা।
ভাই, কেউ কি জানেন মোঙ্গল গ্রহে ঘর ভাড়া দেয় কিনা..?
তাহলে সেখানে চলে যাবো।
# কোনো বন্ধু রুমে নিয়ে আসা যাবেনা।
# কোনো অতিথিও না।
# কোনো মেয়ে বন্ধুও না।
# কোনো ছেলে বন্ধুও না।
# নিজের আপন ভাইও আসতে পারবেনা।
# নিজের আব্বু-আম্মুও যদি দেখা করতে আসে, তাহলে বাড়িওয়ালার বাসায় থাকতে হবে। 😠😠
# ৬ জন লোক ঘর ভাড়া হবেনা।
# ৫ জনের বেশি ফ্লাটে থাকা যাবেনা।
# কেউ যদি এমার্জেন্সী দেখা করতে চায়, বাসার নিচে দেখা করে চলে যেতে হবে।
# কোনো অতিথি ইমার্জেন্সি যদিও আসে, তাহলে মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে। তারপর সে নিচে গিয়ে যাচাই বাচাই করে দেখবে। যদি মনে হয়, লোক সুবিধার নয়, তাহলে গেটের বাহিরে থেকেই (গো)..😂😂
# যদিও কোনোদিন ছেলে বন্ধু অনুমতি পেতে পারে সুবিধার মনে হলে। কিন্তু মেয়ে বন্ধুও না, মেয়ে বন্ধুর বান্ধবীও না।😂😂
# রুমে গান বাজানো যাবে না।😫😫
# যদিও গান বাজাই তাহলে, খুব অল্প সাউন্ড। 😠😠
# ১১: ৩০ ফ্লাটের মেইন গেইট বন্ধ। তাও আবার গেইট ২টা। আর ২টায়ই তালা দেওয়া থাকবে।
# গেইট খুলবে সকাল ৬টা।
# ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে।
# রুমের সকলের জাতীয় পরিচয় পত্র, সাথে নিজের ছবিও জমা দিতে হবে।
# ঘরের কোনো কিছু ভেঙ্গে গেলে বা নষ্ট হলে জরিমানা দিতে হবে। 😑😑
# রুম ছাড়ার ২মাস আগে নোটিশ দিতে হবে।
# দরজায় টোকা দেওয়া যাবেনা। ✊✊
# দরজায় কলিংবেল লাগাতে হবে।
# সিরি দিয়ে আস্তে আস্তে নামতে হবে।
আরে ভাই, ব্যাচেলর লাইফে তো এটা পুরাই একটা প্যারা ভাড়া করলাম।
মেয়েদের হোস্টেলেও এত নিয়ম নাই।
তাদের হোস্টেলে ছেলেরা যেতে পারবেনা, তবে মেয়েরা যেতে পারে।
আর আমরা ছেলেদের রুমে ছেলেরাও আসতে পারবেনা।
ভাই, কেউ কি জানেন মোঙ্গল গ্রহে ঘর ভাড়া দেয় কিনা..?
তাহলে সেখানে চলে যাবো।
তারপর
অন্য কাহিনী- বাসায় ঢুকার পরের দিনই বন্ধু কল দিয়ে। দোস,
আমি ঢাকায় যাবো, গিয়ে তোর রুমে কিছুক্ষণ থাকবো। হঠাৎ মাথায় বাড়ি, না বলতেও পারিনা।
বললাম সমস্যা নাই, আসিছ।
সে আসলো, বাড়িওয়ালা তো আগেই বাসায় ঢুকার দিন তার সব শর্ত বলে গেছে।
এখন কি করি..? বাড়িতে ৪টা (সি.সি.) ক্যামেরা।
কেউ ঢুকলেও সে দেখবে। (BC) ২৪ ঘন্টা ক্যামেরার সামনে বইসা থাকে।
গেলাম বাড়িওয়ালার বাসায়।
আমি- আংকেল, আমার এক বন্ধু ইমার্জেন্সি একটু ঢাকাতে আসছে, আবার দুপুরেই চলে যাবে।
আপনি তো গতকাল বলছিলেন কাউকে নিয়ে আসা যাবেনা। তারপরও, আজকে যদি একটু সেক্রিফাইজ করেন। আর কোনোদিন কোনোদিন কেউ আসবেনা।👏👏
বাড়িওয়ালা- পুরাই আগুন,🔥🔥 আমি বুজতে পারছি।
আমি- আংকেল, সে নিচে দাড়িয়ে আছে। আপনি অনুমতি দিলে নিয়ে আসবো। আর না বললে সে চলে যাবে।
বাড়িওয়ালা- কিছুক্ষণ থাকলে নিয়ে আসো।
এর মধ্যে অনেক কাহিনী ঘটছে, যেটা বন্ধু নিজ চোক্ষে দেখিয়াছে। Md Abid Sumon..
সুমনকে নিয়ে রুমে ঢুকার ২০ মিনিট পর আরেক বন্ধু কল দিয়ে আমি তোর বাসার নিচে! আল্লাহ, আমি মইরা যামু।🙆🙆
সে- সমস্যা কি..?
আমি- বন্ধু, আমি জেলখানায় আছি। বিশাল কাহিনী, তবে তোকে নিয়ে রুমে যাওয়া যাবেনা
তারপর নিচে গিয়ে তার সাথে কিছুক্ষণ ঘুরাঘুরি করে, তার কাছে মাফ চেয়ে বললাম বন্ধু তোকে নিয়ে রুমে যাওয়া যাবেনা। তুই চলে যা। বিকালে দেখা করবো।
সে চলে গেলো, Arh Alamin.
তারপর দুপুর ৫টায় আরেক বন্ধুর কল। তখন আমরা ঘুরতে বের হইছি। সাথে সকালের ২বন্ধু।
কল ধরার পর।
বন্ধু তোর রুমে রাতে একটু থাকা যাবে..?
আল্লাহ, সত্যিই মনে হয় আমি মইরা যামু।
বন্ধু, বিশাল কাহিনী। তার সাথে তখন দেখা করে সব খুলে বললাম।
সে ছিলো, Kawser MirZa.
পরের দিন আরেক বন্ধু।
সকালে বন্ধু, আমার বাসায় নেট চলে গেছে। আমি তোমার বাসায় একটু আসতেছি। অনলাইনে একটু কাজ আছে। আরে নাহ। রুমে কাউকে নিয়ে আসা যাবেনা। তুমি আসা লাগবে না। আমি আসতেছি। সে ছিলো, সাকিব।
তারপর, আবার বিকালে।
বন্ধু তোর নতুন বাসায় আসতেছি।
আমি- এই না। বন্ধু নতুন বাসায় কাউকে নিয়ে আসা যাবেনা। আমি তোর সাথে দেখা করতে আসবো।
রবিউস্ সানি মানিক।
সে আসলো, বাড়িওয়ালা তো আগেই বাসায় ঢুকার দিন তার সব শর্ত বলে গেছে।
এখন কি করি..? বাড়িতে ৪টা (সি.সি.) ক্যামেরা।
কেউ ঢুকলেও সে দেখবে। (BC) ২৪ ঘন্টা ক্যামেরার সামনে বইসা থাকে।
গেলাম বাড়িওয়ালার বাসায়।
আমি- আংকেল, আমার এক বন্ধু ইমার্জেন্সি একটু ঢাকাতে আসছে, আবার দুপুরেই চলে যাবে।
আপনি তো গতকাল বলছিলেন কাউকে নিয়ে আসা যাবেনা। তারপরও, আজকে যদি একটু সেক্রিফাইজ করেন। আর কোনোদিন কোনোদিন কেউ আসবেনা।👏👏
বাড়িওয়ালা- পুরাই আগুন,🔥🔥 আমি বুজতে পারছি।
আমি- আংকেল, সে নিচে দাড়িয়ে আছে। আপনি অনুমতি দিলে নিয়ে আসবো। আর না বললে সে চলে যাবে।
বাড়িওয়ালা- কিছুক্ষণ থাকলে নিয়ে আসো।
এর মধ্যে অনেক কাহিনী ঘটছে, যেটা বন্ধু নিজ চোক্ষে দেখিয়াছে। Md Abid Sumon..
সুমনকে নিয়ে রুমে ঢুকার ২০ মিনিট পর আরেক বন্ধু কল দিয়ে আমি তোর বাসার নিচে! আল্লাহ, আমি মইরা যামু।🙆🙆
সে- সমস্যা কি..?
আমি- বন্ধু, আমি জেলখানায় আছি। বিশাল কাহিনী, তবে তোকে নিয়ে রুমে যাওয়া যাবেনা
তারপর নিচে গিয়ে তার সাথে কিছুক্ষণ ঘুরাঘুরি করে, তার কাছে মাফ চেয়ে বললাম বন্ধু তোকে নিয়ে রুমে যাওয়া যাবেনা। তুই চলে যা। বিকালে দেখা করবো।
সে চলে গেলো, Arh Alamin.
তারপর দুপুর ৫টায় আরেক বন্ধুর কল। তখন আমরা ঘুরতে বের হইছি। সাথে সকালের ২বন্ধু।
কল ধরার পর।
বন্ধু তোর রুমে রাতে একটু থাকা যাবে..?
আল্লাহ, সত্যিই মনে হয় আমি মইরা যামু।
বন্ধু, বিশাল কাহিনী। তার সাথে তখন দেখা করে সব খুলে বললাম।
সে ছিলো, Kawser MirZa.
পরের দিন আরেক বন্ধু।
সকালে বন্ধু, আমার বাসায় নেট চলে গেছে। আমি তোমার বাসায় একটু আসতেছি। অনলাইনে একটু কাজ আছে। আরে নাহ। রুমে কাউকে নিয়ে আসা যাবেনা। তুমি আসা লাগবে না। আমি আসতেছি। সে ছিলো, সাকিব।
তারপর, আবার বিকালে।
বন্ধু তোর নতুন বাসায় আসতেছি।
আমি- এই না। বন্ধু নতুন বাসায় কাউকে নিয়ে আসা যাবেনা। আমি তোর সাথে দেখা করতে আসবো।
রবিউস্ সানি মানিক।
এতদিন
সবাই আসতো ৪-৫ দিন
পরপর।
আর এখন ১দিনেই সবাই আসতে চায়।
লেখার উদ্যেশ্য, যারা আমার রুমে আসতে চায়। তারা জেনো বুজতে পারে আমি কি সমস্যায় ভুগতেছি। আর কেনো না বলি।
আর এখন ১দিনেই সবাই আসতে চায়।
লেখার উদ্যেশ্য, যারা আমার রুমে আসতে চায়। তারা জেনো বুজতে পারে আমি কি সমস্যায় ভুগতেছি। আর কেনো না বলি।
রবিউস্
সানি মানিক, Arh Alamin, Suvandu
Debnath, সাকিব। তোরা আমার কাছে। পূর্বে একা ভালো না লাগলে তোদের
ডাকতাম। রুমে নিয়ে আসতাম।
কিন্তু এখন তোরা চাইলেও আর নিয়ে আসতে পারবোনা। এইজন্য সরি।
কিন্তু এখন তোরা চাইলেও আর নিয়ে আসতে পারবোনা। এইজন্য সরি।
0 comments:
Post a Comment